অপরাধ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত দেশের অন্যতম সর্বাধিক পঠিত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল 'ক্রাইম প্রতিদিন' (crimeprotidin.com) - এ সকল বিভাগ, জেলা ও উপজেলা, বিশ্ববিদ্যালয়ে সংবাদদাতা / প্রতিনিধি / ক্রাইম রিপোর্টার নিয়োগ চলছে। (শূন্যস্থান পূরণ সাপেক্ষে)
কেবল মাত্র 'ক্রাইম প্রতিদিন পরিবার' এর সঙ্গে অপরাধ মুক্ত বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিতে ইচ্ছুকদের কাছ থেকে জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
যোগ্যতা:
ক. এইচএসসি/স্নাতক। তবে অভিজ্ঞতাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
খ. স্মার্টফোন/ল্যাপটপ, Facebook আইডি, প্রযুক্তি জ্ঞান ও অনলাইনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
গ. দেশের যেকোনো জাতীয় অথবা স্থানীয় পত্রিকায় ২ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদ, নাগরিক ও চারিত্রিক সনদ এবং শিক্ষাগত যোগ্যতার ফটোকপিসহ জীবনবৃত্তান্ত dailycrimeprotidin@gmail.com ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
নিয়োগ
নির্বাচিতদের ইমেইল/ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সংবাদ প্রেরণের ক্ষেত্রে যা করতে হবে:
১। কোন কপি রাইট সংবাদ প্রেরণ করা যাবে না।
২। প্রেরিত সংবাদের সহিত সংবাদ সর্ম্পকিত ছবি পাঠানোর চেষ্টা করতে হবে।
৩। নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ প্রেরণ করতে হবে।
৪। সম্পর্ণ বাংলায় SutonnyMJ ফন্টে, কম্পিউটার টাইপকৃত ডকুমেন্ট আকারে সংবাদ প্রেরণ করতে হবে।
৫। প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নম্বর, আইডি কার্ড নম্বর তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
বিঃদ্রঃ 'ক্রাইম প্রতিদিন' অরাজনৈতিক, মানবাধিকার ও সামাজিক সংগঠন, 'অপরাধ মুক্ত বাংলাদেশ চাই' এর সহযোগী প্রতিষ্ঠান, সুতরাং যারা সেচ্ছায় মানবসেবায় কাজ করতে আগ্রহী কেবল মাত্র তারাই আবেদন করবেন।- সম্পাদক