দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই অঙ্কে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও চার জনের। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জন। নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন আরো ২৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ১১৭ জন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মহাখালীস্থ বিসিপিএস ভবনের সম্মেলন কক্ষে (আইপিএস ভবনের পাশে) সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা / প্রতিনিধিদের সাথে করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি একটি সভায় তিনি এ তথ্য জানান।