করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৯। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ১৮২ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮০৩ জনে দাঁড়িয়েছে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আরও পড়ুন: প্রতিপক্ষের পা কেটে ‘জয় বাংলা’ শ্লোগানে আনন্দ মিছিল!
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮২ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৮০৩। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত মোট ৩৯ জন মারা গেছেন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আরও তিন জন। মোট সুস্থ হয়েছেন ৪২ জন।