খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক আওয়ামী লীগের নেতার দোকানে অভিযান চালিয়ে ওএমএসের ১৫৮ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন: প্রতিপক্ষের পা কেটে ‘জয় বাংলা’ শ্লোগানে আনন্দ মিছিল!
আজ সোমবার ভোররাতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস।
আরও পড়ুন: দেশে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮২
তিনি ক্রাইম প্রতিদিনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ার্ড মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জামাল হোসেনের দোকান থেকে ওএমএসের ১৫৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।’