সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: এবার জঙ্গল থেকে সরকারি চাল উদ্ধার, খাদ্য নিয়ন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন!
আজ সোমবার দুপুরে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা এ তথ্য জানিয়েছেন। তিনি ক্রাইম প্রতিদিনকে বলেন, ‘গতকাল সন্ধ্যার পরে ধল্লা ইউনিয়নের ডিলার ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিকের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, তিনি চলতি মাসে বরাদ্দ আসা দুই হাজার ৬৭০ কেজি ও গত মাসের দুই হাজার দুই শ কেজি চাল খোলা বাজারে বিক্রি না করে গোপনে মজুদ রেখেছেন।’
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সরকারি ২২৬ বস্তা চালসহ ৭ জন আটক
‘সরকারি চাল আত্মসাৎ ও গোপনে মজুদ রাখার অভিযোগে তাকে আটক করা হয়েছে। ধল্লা ইউনিয়নের ট্যাগ অফিসার মো. নাজিমুদ্দিন বাদী হয়ে মামলা করলে আজ তাকে ওই গ্রেপ্তার দেখানো হয়’— বলেন রুনা লায়লা।
আরও পড়ুন: খাদ্য সংকটে রিকশা-ভ্যান-অটো চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা!
এ ব্যাপারে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘দলের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত করা হবে এবং অপরাধ প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’