অত্যধিক জনসমাগম হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১০ টাকা কেজিতে চাল বিক্রির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: দেশে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮২
সোমবার (১৩ এপ্রিল) থেকে এই কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খাদ্য অধিদপ্তরের পরিচালক সারওয়ার মাহমুদ।
আরও পড়ুন: মানিকগঞ্জে চাল আত্মসাত : স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
তিনি বলেন, "সরকারের উপর মহলের নির্দেশে জনসমাগম এড়াতে আমরা ১০ টাকা কেজিতে চাল বিক্রির কার্যক্রম স্থগিত করেছি।"
"বিকল্প কোনো পদ্ধতিতে সামাজিক দুরত্ব বজায় এই কার্যক্রম চালু করার চিন্তা-ভাবনা চলছে," যোগ করেন তিনি।
আরও পড়ুন: এবার জঙ্গল থেকে সরকারি চাল উদ্ধার, খাদ্য নিয়ন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন!
অত্যধিক জনসামগমের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কার্যক্রম পরিচালনায় দুর্নীতির অভিযোগ ওঠাও এই কার্যক্রম বন্ধের অন্যতম একটি কারণ বলেও খাদ্য অধিদপ্তরের পরিচালক সারওয়ার মাহমুদ।