করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ২১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট এক হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
দেশে সর্বাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়। এ পর্যন্ত রাজধানীতে ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর পরেই রয়েছে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ। একদিনেই নারায়ণগঞ্জে ৫০ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নারায়ণগঞ্জে ২১৪ জন রোগী শনাক্ত হয়েছে। অাজ মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ঢাকা বিভাগের জেলা গাজীপুরে এ পর্যন্ত ৫৩ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আরেক জেলা মাদারীপুরে ১৯ জন আক্রান্ত হয়েছে। এ বিভাগের নরসিংদীতে ২৮ জন, মুন্সীগঞ্জে ২১ জন, মানিকগঞ্জে পাঁচজন, রাজবাড়ীতে ছয়জন, গোপালগঞ্জে ৯ জন, টাঙ্গাইলে ৯ জন, কিশোরগঞ্জে ১৭ জন, শরীয়তপুরে পাঁচজন ও ফরিদপুরে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৩১ জন, কুমিল্লা জেলায় ১৪ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় অাটজন, চাঁদপুর জেলায় ছয়জন, কক্সবাজার জেলায় একজন, লক্ষ্মীপুর জেলায় একজন ও নোয়াখালী জেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছে।
সিলেট বিভাগের সিলেট জেলায় একজন, মৌলভীবাজারে দুইজন, হবিগঞ্জ জেলায় একজন এবং সুনামগঞ্জে একজন করোনায় আক্রান্ত হয়েছে। রংপুর বিভাগের রংপুর জেলায় দুজন, গাইবান্ধা জেলায় ১২ জন, নীলফামারী জেলায় ছয়জন, লালমনিরহাট জেলায় দুইজন এবং ঠাকুরগাঁওয়ে তিনজন, দিনাজপুরে সাতজন আক্রান্ত হয়েছে।
খুলনা বিভাগের খুলনা জেলায় একজন, নড়াইলে একজন ও চুয়াডাঙ্গা জেলায় একজন করে তিনজন আক্রান্ত হয়েছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় সাতজন, জামালপুর জেলায় ১২ জন, নেত্রকোনায় চারজন ও শেরপুর জেলায় চারজন আক্রান্ত হয়েছে।
বরিশাল বিভাগের বরগুনা জেলায় চারজন, ঝালকাঠিতে তিনজন, বরিশাল জেলায় ১০ জন, পিরোজপুরে চারজন ও পটুয়াখালীতে দুজন রোগী আক্রান্ত হয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।