করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৯১। এ ছাড়া, নতুন শনাক্ত হয়েছেন ৩১২ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৫৬ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন নতুন ৯ জনসহ ৭৫ জন। একই সঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে ২ হাজার ২৬৩৪ জনের।
আজ রোববার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. নাসিমা সুলতানা।