লকডাউনে বিরক্ত হয়ে গিয়েছিলেন। কিছুতেই সময় কাটছিল না। তাই বেরিয়ে পড়েছিলেন প্রতিবেশীর সঙ্গে তাস খেলতে। কিন্তু এই তাস খেলাই তাদের জন্য কাল হলো। করোনাকালে তাস খেলতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একই এলাকার ২৪ জন। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারা শহরে।
অন্ধ্রপ্রেদেশের কৃষ্ণা জেলার কালেক্টর ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এক ট্রাকচালক লকডাউনে বিরক্ত হয়ে তার বন্ধু এবং প্রতিবেশীদের সঙ্গে তাস খেলতে গিয়ে এই বিপত্তি ঘটিয়েছেন।
এর আগে বিজয়ওয়ারাতেই আরেক ট্রাকচালক জনসমাগমে অংশ নেয়ায় ১৫ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার তাস খেলতে গিয়ে আক্রান্ত হলেন ২৪ জন। এই দুই ঘটনা মিলে বিজয়ওয়ারাতে প্রায় ৪০ জনের দেহে ছড়িয়ে পড়েছে করোনা।
অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়ারা করোনাভাইরাসের অন্যতম হটস্পট। এ এলাকায় ১০০ জনেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জাা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন। সংক্রমণ এড়ানোর জন্য কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানিয়েছেন কালেক্টর ইমতিয়াজ।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------