করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ঢাকায় পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। এ নিয়ে তিন দিনে করোনায় চার পুলিশ সদস্যের মৃত্যু হলো। আজ করোনাভাইরাসে প্রাণ হারান পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত এসআই নাজির উদ্দিন (৫৫)। আজ শুক্রবার সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও দুই সদস্য মারা যায়। নিহতরা হলেন, ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬) ও ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২)।
গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম কোনো পুলিশ সদস্য করোনায় মারা যান। তাঁর নাম জসিম উদ্দিন (৪০)। তিনি কনস্টেবল ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন।
এদিকে, পুলিশে আক্রান্তের সংখ্যা ক্রমশও বাড়ছে। এপর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সারাদেশে মোট ৫৩৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ১ হাজার ৩২ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) রাখা হয়েছে। শুধু ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) করোনায় আক্রান্ত হয়েছেন ২৭২ জন। তাদের মধ্যে ১১ জন নারী সদস্য রয়েছেন। পুরুষ ২৬১ জন।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------