সাবেক মিস ইউনিভার্স এবং খ্যাতনামা ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন তার সন্তানদের সাথে পবিত্র কুরআনের সূরা আল-আসর তেলাওয়াত করেছেন। গত বৃহস্পতিবার কিছু ভক্তের অনুরোধে তিনি ইনস্টাগ্রাম লাইভ সেশনে এই তেলাওয়াত করেন।
লাইভে মুলতানের এক ভক্তের প্রশ্নের জবাবে সুস্মিতা সেন পাকিস্তান সফরের বিষয়েও কথা বলেন। এ সময় সেশনে তার সাথে তার প্রেমিক এবং বাচ্চারাও ছিলেন। তিনি বলেন, ‘আমি তিনবার করাচিতে গিয়েছি এবং প্রতিবার আমাকে অনেক ভালবাসার সাথে গ্রহণ করা হয়েছে। অনেকদিন হল সেখানে যাওয়া হয় না। আমি আশা করি শিঘ্রই আবার যাব।’
এ সময় তিনি অন্যান্য ধর্মের প্রার্থনাও শোনান। তবে তার কুরআন তেলাওয়াত এই প্রথম নয়। ২০১৭ সালে, শারজার এক সংবাদমাধ্যমে সাক্ষাতকার দেয়ার সময় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি কুরআনের একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিলেন। তিনি আয়াতটি আরবী থেকে হিন্দিতেও অনুবাদ করেছিলেন।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------