করোনাভাইরাসের এই বৈশ্বিক দুর্যোগে বাংলাদেশও আক্রান্ত। এই রোগের বিরুদ্ধে চলছে আমাদের পরিস্কার-পরিচ্ছন্নতা এবং সচেতনতার যুদ্ধ। দেশব্যাপী চলছে এক ধরনের লকডাউন। ফলে দুর্বিপাকে পড়েছেন বিত্তহীন, অসহায়, দিনমজুর, রিক্সাচালক ও অস্বচ্ছল মানুষেরা।
করোনাভাইরাস সংক্রমণজনিত এই দুর্যোগে ঢাকা ১৬ আসনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।
আজ ঢাকা ১৬ আসনের প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন বলেন- ‘রাজনীতি করি মানুষের জন্য, তাই এই মহাদুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আমি মনে করি ভেদাভেদ ভুলে করোনাভাইরাসের এই বৈশ্বিক দুর্যোগে সকলকে এগিয়ে আসতে হবে।’
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------