ঈদে পোশাক না কিনে সে টাকায় হতদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিতে সামর্থ্যবান ও বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন 'ক্রাইম প্রতিদিন' এর সম্পাদক এ জেড এম মাইনুল ইসলাম পলাশ।
তিনি বলেন, করোনা ভাইরাসেের প্রভাবে বহু মানুষ বেকার। যাদের কাজ না করলে জুটে না পেঠে খাবার, সেসব পাশের মানুষগুলোকে দুমুটো খাবার দিয়ে বাঁচিয়ে রাখাই এখন বড় চ্যালেন্জ এবং মানবিক দায়িত্ব। আপনার যাকাত এবং আপনার ঈদের পোশাক কেনার টাকায়, আপনি যদি আপনার পাশের হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবার খুঁজে বের করে ত্রাণ সামগ্রী বিতরণ করে মুখে হাসি ফুটান এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় ও খুশির ঈদ।
তিনি আরো বলেন, আপনারা অর্থবানরা/বিত্তশালীরা ঈদে লাখ লাখ টাকার কেনাকাটা না করে সেই টাকা আপনাদের পাশের হতদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষকে দিন। ধর্মেও আছে, দানে ধন কমে না, দান-খয়রাত করলে ৭০ গুণের বেশি সুফল আখেরাতে মিলবে।
তিনি আরো বলেন, মানুষকে অর্থনৈতিকভাবে ও খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোই এখন আমাদের জাতীয় দায়িত্ব। এই মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ালে করোনার যুদ্ধে আমরা জয়ি হবো, ইনশাআল্লাহ।