পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েই চলছে। দেশে শনিবার পর্যন্ত মোট দুই হাজার ৩৮২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং আক্রান্তদের মধ্যে ৩৬১ জন পুরোপুরি সুস্থ হয়েছেন। খবর: ইউএনবি
পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই রয়েছেন এক হাজার ৪১ জন। এরমধ্যে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার আট সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।
বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী এবং র্যাবসহ অন্যান্য সংস্থার সদস্যরা যৌথভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এদিকে, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত সোমবার পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক/বেসামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে এখন পর্যন্ত ৮৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ভর্তি থাকা অপর সব রোগী সুস্থ রয়েছেন বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ক্রমবর্ধমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশ সম্প্রতি করোনাভাইরাস-আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীর ২৫০ শয্যা বিশিষ্ট ইমপালস হাসপাতাল ভাড়া নিয়েছে।
বাংলাদেশে শনিবার পর্যন্ত পর্যন্ত মোট ২০,৯৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৩১৪ জন মারা গেছে।