লক্ষ্মীপুরে স্কুলছাত্রী হিরা মনিকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন। এসময় হত্যাকরীদের গ্রেপ্তার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। শনিবার (১৩ জুন) দুপুরে স্থানীয় পালের হাট বাজারে এ কর্মসূচি পালন করে পালেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তর ছাত্র-ছাত্রী ফোরাম ও অল ইয়ুথ সোসাইটি নামের দুটি সংগঠন।
এরআগে শুক্রবার রাতে হিরা মনিকে ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনায় নিহত ছাত্রীর মা ফাতেমা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন- লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। এসময় নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। এসময় খুব শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে তাদের আশ্বস্ত করেন জেলার পুলিশ প্রধান।
জানা যায়, দীর্ঘদিন ধরে হিরা মনির বাবা হারুনুর রশিদ ক্যান্সারে আক্রান্ত থাকায় তার চিকিৎসা চলছে ঢাকায়। এ সুবাধে তার দেখভালের জন্য পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। হিরা মনি তাদের পাশেই নানার বাড়িতে থাকেন। স্থানীয় পালেরহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়েন হিরা মনি।
ঘটনার দিন ঢাকায় চিকিৎসাধীন অসুস্থ্য বাবাকে দেখতে নানা বাড়ি থেকে একা নিজবাড়িতে প্রয়োজনীয় জামা কাপড় নিতে আসেন। দুপুরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এসময় নিজঘরে একা পেয়ে তাকে ধর্ষণ করে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তার নানার বাড়িতে না ফেরায় তাকে নিতে এসে বিবস্ত্র ও মৃত দেখতে পান স্বজনরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------