করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে বিএনপির ৭৩ জন নেতাকর্মী মারা গেছেন। একইসঙ্গে এখন পর্যন্ত ২৮৪ জন নেতাকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিএনপির করোনা সেল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু এবং দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন অনলাইনে যুক্ত ছিলেন।
মির্জা ফখরুল জানান, রাজশাহী বিভাগে আক্রান্তের সংখ্যা পাঁচ জন হলেও নেতাকর্মীদের কারও মৃত্যুর খবর পায়নি দল। চট্টগ্রাম বিভাগে ৫০ জন আক্রান্ত এবং মারা গেছেন ১৪ জন। কুমিল্লা বিভাগে আক্রান্তের সংখ্যা ৫২ জন, মৃতের সংখ্যা ১৯ জন। ঢাকা বিভাগে ১০১ জন আক্রান্ত, মারা গেছেন ৩৬ জন। ময়মনসিংহ বিভাগে ১০ জন আক্রান্ত এবং একজনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে ৩০ জন আক্রান্ত হলেও মৃত্যুর কোনও তথ্য পায়নি বিএনপি। সিলেট বিভাগে ২১ জন আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছেন দুই জন। ফরিদপুর অঞ্চলে ১৫ জন আক্রান্ত এবং একজনের মৃত্যু হয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, ‘এছাড়াও তালিকার বাইরেও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আক্রান্ত হয়ে থাকতে পারেন।’