মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের দিক নির্দ্দেশায় সোমবার বিকালে আলহাজ¦ ইউছুফ আলী দরজী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া, ফুলহাড়া এবং ঘিওর নৃতাত্বিক জনগোষ্টিদের কমিউনিটি সেন্টার ও মুন্তাজ মার্কেটে বন্যা দুর্গত এলাকার লোকজনের মাঝে সামাজিক নিরাপত্তা মেনে মানবিক সহায়তা সামগ্রী বিতরনের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাইট গ্রুপের পরিচালক ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ¦ রেজাউল করিম দরজী উজ্জল ।
এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমূল হক স্বপন, ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, দপ্তর সম্পাদক মোঃ শফি আলম, ঘিওর ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সালাউদ্দিন সজল, ক্রীড়া সংস্থার সদস্য মোঃ মাকসুদুর রহমান মাসুদ, বড়টিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ তোবারক হোসেন, সাবেক ছাত্রনেতা নাজমুল হোসাইন অনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম মিয়া জন প্রমুখ। উল্লেখ্য, উপজেলার বন্যা দুর্গত প্রায় ৩ শতাধিক পরিবারের মধ্যে চিড়া, চিনি, সেমাই, ডাল, আলু, খাবার স্যালাইনসহ বিভিন্ন মানবিক সহায়তা সামগ্রী বিতরন করা হয়।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------