মহামারি নোভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ থেকে সুরক্ষায় বিশাল একটি সাফল্য দাবি করেছেন পর্তুগালের বিজ্ঞানীরা। এমন একটি মাস্ক তৈরি করেছেন তারা যা পুনরায় ব্যবহারযোগ্য এবং মহামারি এ ভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয়।
দেশটির বিজ্ঞানীরা একটি বিশেষ আবরণসহ একটি নতুন ফেস মাস্ক ডিজাইন করেছেন যা ফ্যাব্রিকের সংস্পর্শে এলে নভেল করোনভাইরাসকে ‘নিষ্ক্রিয়’ করতে সহায়তা করে। গবেষণা দলটির দাবি- মাস্কটি ৫০ বার ব্যবহার করার পরও ভাইরাস প্রতিরোধে সমান কার্যকর থাকবে।
এই মাস্কের নকশায় কাজ করা ভাইরোলজিস্টদের মধ্যে একজন লিসবনের ইনস্টিটিউট অফ মলিকুলার মেডিসিন (আইএমএম) এর পেড্রো সিমাস। তিনি বলছেন, তাদের প্রস্তুতকৃত মাস্কটি করোনাভাইরাসের সংক্রামক ইউনিটগুলোকে আধা ঘণ্টার মধ্যে ৯৯ ভাগ হ্রাস করতে পারে।
তিনি বলেন,‘আমি মনে করি না এটা গেইম চেঞ্জার (অবস্থার পরিবর্তন করবে)। তবে এই মাস্ক নিয়ে আমি বেশ আশাবাদী।’
তিনি ব্যাখ্যা করেন, এই ভাইরাসগুলো হাঁচি, কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে। সুতরাং মুখে যে কোনো বাধা যা হাঁচি-কাশির মাধ্যমে ভাইরাসের বাইরে বের হওয়া থেকে বিরত করে দেয়। তা অত্যন্ত কার্যকর।’
আইএমএম এক বিবৃতিতে বলেছে, এই মাস্কগুলোর সক্রিয় উপাদানটি ইতোমধ্যে ফ্রান্সের ইনস্টিটিউট পাস্তের দে লিলি এইচ১এন১ ভাইরাসের বিরুদ্ধে এবং রোটা ভাইরাসের বিরুদ্ধে পরীক্ষায় সফলভাবে কার্যকর প্রমাণিত হয়েছে।
তাদের দাবি, মাস্কের ওপর অতিরিক্ত আবরণ সম্পর্কে উদ্বেগের কিছুই নেই। কারণ, মুখের আবরণটি ওইকো-টেক্স প্রত্যায়িত, যার অর্থ এটিতে কোনো ক্ষতিকারক পদার্থ নেই এবং এটি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------