বন্যার পানিতে ডুবে আছে দেশের মধ্যাঞ্চল। যমুনা ও ব্রহ্মপুত্রসহ বেশ কিছু শাখা নদীর পানি কমলেও পদ্মা এখনো বইছে বিপদসীমার উপরে। ঘরবাড়ি-রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে বানভাসি মানুষ। তবে উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় বন্যার পানি কমছে।
টাঙ্গাইলের সাড়ে সাতশ গ্রামের ৬ লাখের বেশি মানুষ পানিবন্দি। মানিকগঞ্জে পানি কমলেও দুর্ভোগ কমেনি। মুন্সিগঞ্জে একদিনের ব্যবধানে নতুন করে ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে ৪ উপজেলায় পানিবন্দি ১৭৮টি গ্রামের মানুষ। মাদারীপুরে পদ্মা এবং আঁড়িয়াল খা নদীর পানি বাড়ছেই। পানিবন্দি ৩৫টি ইউনিয়নের লাখো মানুষ।
নওগাঁয় আত্রাই নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। গাজীপুরে তুরাগ ও বংশী নদীর পানি বেড়ে কালিয়াকৈরে ৮৫টি গ্রামের প্রায় সাড়ে ৯ হাজার পরিবার পানিবন্দি। সিরাজগঞ্জেও নদীতে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা।
দীর্ঘদিন পানিবন্দি থাকায় দুর্ভোগ বেড়েছে গাইবান্ধায়। কুড়িগ্রামের বন্যার কিছুটা উন্নতি হলেও এখনো দুর্ভোগে ৪ লাখের বেশি মানুষ। বন্যায় রাজবাড়ীর চার উপজেলার প্রায় ৭০ হাজার এবং ফরিদপুরে চারশতাধিক গ্রামের দুই লাখ মানুষ পানিবন্দি।