বিশ্বব্যাপী দুই কোটির বেশি মানুষ নভেল করোনা ভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২২ হাজার ২৬৫ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৭৯৯ জন। বিপরীতে মারা গেছেন ৭ লাখ ৩৩ হাজার ৯৭১ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৬১৭ জন। সুস্থ ২৬ লাখ ৬৪ হাজার ৭০১ জন।
ব্রাজিলে ১ লাখ ১ হাজার ১৩৬ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২ জন। সুস্থ ২১ লাখ ১৮ হাজার ৪৬০ জন।
২১০ মিলিয়ন মানুষের দেশটিতে মে মাসের শেষ দিক থেকে গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ২২ লাখ ১৪ হাজার ১৩৭ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৪৪ হাজার ৪৬৬ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ৮৭ হাজার ৫৩৬ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজার ৯৩১ জন।
পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৫ লাখ ৫৯ হাজার ৮৫৯ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ১০ হাজার ৪০৮ জন।