বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ আগস্ট) রাতে গুলশানের ফিরোজায় খালেদা জিয়ার বাসভবনে গিয়ে দেখা করেন মহাসচিব। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।
সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশান-২ নম্বরে ৭৯ নম্বর সড়কের এক নম্বর বাড়ি ফিরোজায় প্রবেশ করেন মির্জা ফখরুল। এর একঘণ্টা পর রাত সাড়ে আটটায় তিনি সেখান থেকে বের হয়ে যান।