চিত্রনায়িকা পপি ও চিত্রনায়ক জায়েদ খানের বিয়ের খবর ঢালিউড পাড়ায় চাউর হয়েছে। সম্প্রতি বেশ কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জায়েদ-পপির বিয়ের খবর প্রকাশিত হয়। দুই তারকার বেশ কিছু অন্তরঙ্গ ছবিও ছড়িয়ে পড়ে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে।
এবার এ বিষয়ে মুখ খুলেছেন জায়েদ খান। তিনি বলেন, ‘এই খবরে আমি খুবই বিস্মিত। তবে বিব্রত না। কারণ, নায়ক-নায়িকাদের কেরিয়ারে এটা থাকবেই, খারাপ কিছু না।
আর আমার সঙ্গে জড়িয়ে এমন একজন জনপ্রিয় নায়িকা ও মানুষের কথা উঠেছে, যিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন। কাজেই এগুলোকে আমি আসলে এনজয় করছি।’
পপির সঙ্গে বিয়ে সংক্রান্ত গুজবের ব্যাখ্যা দিয়ে জায়েদ খান বলেন, ‘আমরা যেহেতু একসঙ্গে অনেক কাজ করেছি, ফটোশ্যুট করেছি, সেগুলো মানুষ ফেসবুকে দিয়ে গুজব সৃষ্টি করেছে, পপি-জায়েদের বিয়ে।
ভিউ বাড়িয়েছে। এখন তো সবচেয়ে বড় সমস্যা ইউটিউব আর ফেসবুক। ইউটিউবে তো যা তা ভিডিও ছাড়ে। নারিকেল গাছের নিচে দাঁড়িয়েও ভিডিও করে ভিউ বাড়ানোর জন্য অনেক কিছু পোস্ট করে দেয়।’
তিনি আরও আরও বলেন, ‘দেখলাম, পপি ম্যাডাম একটা নিউজ পেপারের সাক্ষাৎকারে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। আমিও ক্লিয়ার করে দিতে চাই যে, বিয়ে সাদি কিছু হয়নি।
আমাদের ফটোশ্যুটের কিছু ছবি ছিল, সেগুলো একটু এডিট করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। এটাই আর কিছু না। বিয়ে এখনো করিনি। ব্যাচেলরই আছি।
লুকিয়েও কোথাও বিয়ে করে রাখিনি। কোথাও কাবিনও হয়নি, কাগজপত্রও নেই। বিয়ে আপাতত করছি না। আর কিছুদিন যাক, একটু ম্যাচুরিটি আসুক, তারপর বিয়ে।’
প্রসঙ্গত, বিষয়টি নিয়ে কিছুদিন আগে প্রথম সারির একটি দৈনিকের মুখোমুখি হয়ে সবকিছু পরিষ্কার করেন পপি। দাবি করেন, তাদের বিয়ের খবর একেবারেই সত্যি নয়।
তিনি শুধু শাবনূর ও ফেরদৌসদের অনুরোধে জায়েদকে চলচ্চিত্রে প্রমোট করেন, তার সঙ্গে অনেকগুলো স্টেজ শো করেন এবং চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তাকে সমর্থন করেন, তার হয়ে কাজও করেন। এর বাইরে জায়েদের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------