খুলনায় লামিয়া নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। লামিয়া মহানগরীর আরাফাত জামে মসজিদ এলাকার বাসিন্দা মো. জামাল হোসেনের মেয়ে ও খুলনার সরকারি ইকবালনগর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর মিস্ত্রীপাড়া বাজার এলাকার আরাফাত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নগরীর মিস্ত্রীপাড়া আরাফাত জামে মসজিদ এলাকার বাসিন্দা জামাল হোসেনের মেয়ে লামিয়া বেলা ১১টার দিকে বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল। এমন সময় বিপরীত পাশে ইউসুফ খাঁর বাড়ির দিক থেকে শর্টগানের একটি গুলি এসে লামিয়ার বাম পায়ের ওপরের অংশে বিদ্ধ হয়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
খুমেকের কর্তব্যরত চিকিৎসকরা বলেন, মেয়েটির জীবনের ঝুঁকি না থাকলেও পায়ের বড় ধরনের ক্ষতি হতে পারে। মেয়েটি এখনও অজ্ঞান থাকার কারণে কিছু বলতে পারেননি তারা। এদিকে ঘটনাস্থল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
এ বিষয়ে খুলনা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খতিয়ে দেখছি।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------