গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট শনিবার বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কার্যালয়ে শ্রীপুর পৌর কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়েছে। দোয়ার পর গণভোজের আয়োজন করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক অপারেশন গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর মোহাম্মদ ফকির, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, শ্রীপুর পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপু,এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জুলহাস উদ্দিন মাস্টার, গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন ভূইয়া।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিবহন কমিউনিটি পুলিশিং এর সভাপতি আরজু সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং এর কোষাধ্যক্ষ মাজাহার ইসলাম, সদস্য রাশেদুল হাসান রাশেদ, পৌর কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, শ্রীপুর পৌর ১ নং ওয়ার্ডের সভাপতি মহসিন আলম, ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগে সভাপতি পদপ্রার্থী হাজী মোহাম্মদ কামাল মাহমুদ, সারোয়ার জাহান কাজল, এবং কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ রাজনৈতিক, ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।