নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় গ্যাস বিস্ফোরণে দুর্ঘটনাকবলিত মসজিদটি নির্মাণে কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে সমাপনী ভাষণে তিনি একথা জানান। এসময় অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
শেখ হাসিনা বলেন, নারায়ণগঞ্জে মসজিদে নামাজ পড়া অবস্থায় বিস্ফোরণের ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। অত্যন্ত দুঃখজনক আরো এজন্য যে, মসজিদটি নির্মাণ করা হয়েছিল এমন একটি জায়গায় যেখানে গ্যাস লাইন ছিল, তার উপর। মসজিদ নির্মাণের কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালাও ছিল না।
তিনি বলেন, এভাবে অননুমোদিত ও অপরিকল্পিতভাবে করার ফলে আজ এ দুর্ঘটনা ঘটে গেলো। ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করে তাতে নীতিমালা মেনে করবে যাতে কোনো দুর্ঘটনায় আর এভাবে পড়তে না হয়।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------