খিচুড়ি কাণ্ডের রেশ কাটতে না কটতেই এবার বিল্ডিং দেখতে বিদেশ যাবেন সরকারের ৩০ কর্মকর্তা। এতে প্রত্যেক কর্মকর্তার পেছনে ব্যয় হবে ৬ লাখ ৬৬ হাজার টাকা। এক্ষেত্রে ৯৭৩ জন পরামর্শকের জন্য ১৯ কোটি ৮২ লাখ ৬৫ হাজার টাকা ধরা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পে এসব ব্যয় প্রস্তাব করা হয়েছে। বিল্ডিং নির্মাণ প্রকল্পখাতে এ বরাদ্দ রাখা হয়েছে। যদিও প্রস্তাব ছিল আরো বেশি। সেই সঙ্গে পরামর্শক খাতে বড় অংকের বরাদ্দও চাওয়া হয়েছে।
আরও পড়ুন: খিচুড়ি রান্না শিখতে বিদেশ সফর, ব্যয় ৫ কোটি টাকা
যদিও প্রকল্পটির মূল্যায়নে করোনাভাইরাসের প্রভাব বিবেচিত হয়নি। কারণ গত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা। ওই সভায় দেওয়া সুপারিশগুলো প্রতিপালন করায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। যেকোনো বৈঠকে এটি অনুমোদনের জন্য তোলা হবে বলে জানা গেছে।