ঠাকুরগাঁও জেলার ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মারপিট ও মুক্তিপন আদায়ের মামলায় এজাহারনামীয় আসামী সাব্বির আহাম্মেদ শিশির (২৩) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
১৬ সেপ্টেম্বর বুধবার রাতে তাকে শহরের গোবিন্দনগর পলিটেকনিক ইন্সটিটিউটের সামন থেকে গ্রেফতার করা হয়। সাব্বির সহ এ মামলায় মোট আসামী গ্রেফতার করা হলো ৪ জন। গ্রেফতার হওয়া সাব্বির শহরের গোবিন্দনগর বাগানবাড়ী এলাকার সুলতান আলীর ছেলে। এর আগে পৌরসভার গোবিন্দনগর মন্দিরপাড়া গ্রামের আগষ্টিং তিক্কার ছেলে সুভাষ তিক্কা (৩০), একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোজাহিদ (৩০) ও জলেশ্বরী তলা গ্রামের আঃ সাত্তারের ছেলে আফজাল হোসেন (৪০) কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়।
উল্লেখ্য যে, গত ১৫ আগস্ট ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মারপিট করে মুক্তিপণ আদায়ের অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতারকৃত ৪ জন বাদেও ১০ জনের সহ মোট ১৪ জনের নাম উল্লেখ করে ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা করা হয়।