দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪২৮ টাকা আত্মসাতের অভিযোগে হিসাব শাখার কর্মকর্তা আমিরুল ইসলাম ও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব শাখার কর্মকর্তা আমিরুল ইসলাম ও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. মাহফুজুর রহমানকে পৃথক পৃথক অভিযান চালিয়ে আটক করে দিনাজপুর ডিবি পুলিশ।
দিনাজপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেনের আদালতের মাধ্যমে মঙ্গলবার রাতে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। তারা দুজন পরস্পরের যোগসাজশে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪২৮ টাকা আত্মসাতের দায়ে বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন জেলা হিসাবরক্ষণ অফিসার মো. সাইফুল ইসলাম।
আজ বুধবার মামলার রিমান্ড, জামিনসহ সার্বিক শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর মো. ইসরাইল।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------