শরীয়তপুরের গোসাইরহাটে জমি লিখে না দেয়ায় কুড়াল দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেছেন ছেলে। রোববার সন্ধ্যা ৭টার দিকে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে আব্দুল মালেককে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নাগেরপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঢালীরহাট এলাকার আব্দুল মতিন খাঁর স্ত্রী আনোয়ারা বেগম মাগরিব নামাজ শেষে চা তৈরি করার জন্য রান্না ঘরে যাওয়ার সময় তার মেজ ছেলে আব্দুল মালেক কুড়াল দিয়ে মাথায় কোপ দেয়। পরে স্বজনরা গোসাইরহাট হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
গোসাইরহাট থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, জমি লিখে না দেয়ায় কুড়াল দিয়ে মাকে হত্যা করেছে ছেলে। এঘটনায় নিহতের অভিযুক্ত ছেলে আব্দুল মালেককে আটক করা হয়েছে। আব্দুল মালেকের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------