ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়ার মধ্য দিয়ে সিটি নির্বাচনে জনগণের মতের প্রতিফলন ঘটবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি ইভিএমে নিজের দেয়া ভোট সঠিক জায়গায় যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে গুলশান ২ নম্বরে মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি এমন সংশয়ের কথা বলেন।
মান্না বলেন, ‘আমি তো ইভিএম বোতাম চাপ দিলাম, কোথায় ভোট গেল, কীভাবে বুঝব। এই ভোটে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হবে বলে আস্থা রাখা যায় না।’
ভোটকেন্দ্রে ভোটার নেই জানিয়ে তিনি বলেন, ‘কেন্দ্রে ভোটার নাই। দুপুর ১২ পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১২ শতাংশ। উত্তর-দক্ষিণে ধানের শীষের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন ভোটের অনিয়ম, কেন্দ্র দখল, এজেন্ট বাহির করে দেয়ার কথা বলেছেন।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------