মঙ্গলবার বেলা ১১টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শতাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন। দুপুর ১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা তাদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।
সরেজমিন মিরপুর ১০ নম্বরে গিয়ে দেখা যায়, মিরপুর ১ নম্বর শাহআলী মার্কেট ও আশপাশের কয়েকটি মার্কেটের কয়েকশ ব্যবসায়ী সড়কের একপাশ দখল করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের ব্যবসায়ীরাও মানববন্ধনে অংশ নেন। বিক্ষোভকারীরা বলেন, ব্যবসায়ীরা এই লকডাউন বহনে সক্ষম না।
তাদের দাবি, লকডাউন তুলে নিয়ে দোকানপাট খোলার সময় যেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়। তা না হলে এ লকডাউন তাদের জীবন ও জীবিকার ওপর আঘাত হানবে।
পল্লবী জোনের এসি জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে ব্যবসায়ীরা রাস্তার একপাশে কিছু সময়ের জন্য মানববন্ধন করেছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------