জাপানের বিভিন্ন খাতে দক্ষ শ্রমিক নিতে সম্মত হয়েছে কাইকম সলিউশন জাপান বিডি কোম্পানি লিমিটেড। (কেসিএসএল)। বৃহস্পতিবার সকাল ১০টায় উত্তরার ৭ নং সেক্টরের ৮ নং রোডের আশা হাউজের দ্বিতীয় তলায় কাইকম সলিউশন জাপান বিডির নিজ কার্যালয়ে এ লক্ষ্যে এক সমঝোতা স্বারক সই হয়।
কাইকম সলিউশন জাপান বিডি কোম্পানি লিমিটেডের (কেসিএস এল) প্রেসিডেন্ট অঞ্জন দাস ও পূবাইল নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা জাপানের ওয়াতামি গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মিকি ওয়াতানাবের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।
এ বিষয়ে মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশ বিশ্ব শ্রম বাজারে সম্ভাবনাময় একটি দেশ। বাংলাদেশ-জাপান একটি বন্ধুপ্রতীম রাষ্ট্র। বাংলাদেশে অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে জাপানের বিভিন্ন খাতে নিয়োগ দিতে চাচ্ছি আমরা। সব ঠিকঠাক থাকলে আগামী জুন-জুলাইয়ে বিশ্ব অলিম্পিক গেমসের পরই বাংলাদেশি শ্রমিকদের আমরা নিয়োগ দিতে পারব।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে ছিলেন স্কুলএইড জাপানের নির্বাহী পরিচালক সিগিও আওকি, জাপান ইজির প্রেসিডেন্ট ইজি কুরাইয়া, জাপান ডব্লিউ আই ড্রিম মডেল কোম্পানির প্রেসিডেন্ট ওনেডা প্রমূখ।