প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই আফ্রিকার দেশ মালিতে নতুন এক ভাইরাস হানা দিয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত রক্তবমি হয়।
‘কঙ্গো জ্বর’ নামের ওই সংক্রমণে এখনও পর্যন্ত সাতজন মারা গেছেন। এ ভাইরাসটি সার্চ জাতীয় ভাইরাস করোনাভাইরাস থেকেই আলাদা বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মালির কেন্দ্রীয় মপতি এলাকার আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগা জানান, জানুয়ারির শেষের দিকে সামোয়া গ্রামে এক রাখাল ষাঁড়ের মাধ্যমে এই রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা করানো হয়।
কিন্তু ১ ফেব্রুয়ারি এই রোগে আবারও আক্রান্ত হয় ১৪ জন। যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, অপর দুই রোগীকে মালির মধ্যাঞ্চলীয় সিভেয়ার শহরে চিকিৎসার জন্য নেয়ার পথে মারা যান।
এ ঘটনা তদন্তের জন্য দেশটির সরকার এরইমধ্যে একটি কমিটি গঠন করেছে। তবে বুধবার পর্যন্ত ওই কমিটি দৃশ্যমান কোনো কাজ করেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------