ভারতের মুম্বাইয়ের মাতুঙ্গা এলাকার রেলসেতুতে কোনো তরুণীর দেখা পেলেই ছুটে যেতেন এক তরুণ। তাদের বাজেভাবে স্পর্শ ও চুম্বন করতেন। অসংখ্য নারীর সঙ্গে এমন বিকৃত আচরণ করেছেন।
এমনকি তার বিরুদ্ধে ছিল চুরির অপবাদ। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনাটি প্রায়শই ঘটতে শুরু করে। চুরির অভিযোগ ওঠার পর পুলিশ এক তরুণকে গ্রেপ্তারের পর এলাকার সিসিটিভির ভিডিও দেখে নিশ্চিত হয়- তিনিই সে যুবক, যিনি মাতুঙ্গার জনহীন রেলসেতুতে মেয়েদের যৌন নির্যাতন করতেন।
এনডিটিভি ও জি ২৪ ঘণ্টা মারাঠি টিভি এ ঘটনায় প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বৃহস্পতিবার চুরির মামলায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়। তিনি মাতুঙ্গার রেলসেতুতে অসংখ্য নারীকে যৌন নির্যাতন করতেন। চুরির অভিযোগে গ্রেপ্তারের পর সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে।
তবে এ ঘটনায় কোনো নারী নির্যাতনের অভিযোগ করেননি। যে কারণে ওই তরুণের যৌন নির্যাতনের কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গত ২৫ জানুয়ারি সিসিটিভির ভিডিওতে ওই তরুণকে শেষবারেরমত দেখা গেছে । ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে জোর করে চুম্বন করছেন সাদা শার্ট ও নীল জিন্স পরিহিত ওই তরুণ। তারপর তিনি ঘটনাস্থল ত্যাগ করলে ভয়ে ভয়ে ওই তরুণীকে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়। তরুণীকে দেখা যায়, বারবার আতঙ্কিত হয়ে পেছনে তাকাতে।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------