গায়ে আগুন লাগিয়ে এক কলেজ শিক্ষিকাকে পুড়িয়ে হত্যা করেছে এক যুবক । ওই শিক্ষিকা যুবকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই তাকে এভাবে হত্যা করা হয়েছে। এই নির্মম ঘটনাটি ঘটেছে ভারতে।
সে দেশের নাগপুর শহরের প্রকাশ্য রাস্তায় গত শুক্রবার ওই শিক্ষিকার গায়ে আগুন ধরিয়ে দেন ওই যুবক। এরপর রাস্তার পথচারীরা অগ্নিদগ্ধ ওই নারীকে হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে তিনদিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার সকালে মারা গেছেন ওই নারী। চব্বিশ বছরের ওই তরুণী স্থানীয় এক কলেজে পড়াতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ বছর বয়সী ওই যুবকের নাম বিকাশ নাগরাল। তিনি দীর্ঘদিন তরুণীর ঘনিষ্ট বন্ধু ছিলেন। কিন্তু বন্ধুত্বকে প্রেমে রূপ দেয়ার চেষ্টা করেন ওই যুবক। কিন্তু তার প্রস্তাবে রাজি ছিলেন না ওই শিক্ষিকা। ফলে বছরখানেক আগে তার সঙ্গে বন্ধুত্ব ভেঙে দেন ওই তরুণী। তদন্তকারীদের ধারণা, সেই প্রত্যাখানের প্রতিশোধ নিতেই ওই কলেজ শিক্ষিকার গায়ে আগুন ধরিয়ে দেন ওই যুবক। অভিযুক্ত বিকাশকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায় বিকাশ একজন বিবাহিত পুরুষ এবং তার সাত মাসের একটি সন্তানও রয়েছে।