জাতীয়তাবাদী যুবদলের তৃণমূলকে ঢেলে সাজাতে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে এগারোটি টিম গঠন করা হয়েছে। ইউনিয়ন, ওয়ার্ড, থানা ও পৌর প্রতিটি ইউনিটে আহ্বায়ক কমিটি করতে প্রতিটি টিমকে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সদ্য ঘোষিত যুবদলের (১১৪ সদস্যের আংশিক কমিটি) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব টিম গঠন করা হয়।
যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানান,‘তৃণমূল পর্যায় থেকে যোগ্য ও জনপ্রিয় নেতৃত্ব তুলে আনতে এবং সংগঠনের গতি আরো শক্তিশালী করতে এসব টিম গঠন করা হয়েছে।’
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------