প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন যাত্রীরা। ব্যস্ত সময়ে হঠাৎ ভেঙে পড়লো হুড়মুড়িয়ে ফুটওভার ব্রিজ ভেঙে এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৭-৮জন যাত্রী। জানা গিয়েছে ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের ভোপালের একটি রেলস্টেশনে এই ঘটনা ঘটেছে।
ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে, ভোপাল স্টেশনের ২ নং প্ল্যাটফর্মের ফুট ব্রিজের একাংশ ভেঙে পড়ে। যে সময় ঘটনাটি ঘটেছে, সেই সময় ওই ফুটব্রিজের নীচে অনেকেই দাঁড়িয়েছিলেন। ব্রিজের একাংশের স্ল্যাব ভেঙে পড়ায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেলেন যাত্রীরা।
আহতদের সকলকেই স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় কতজন যাত্রী আহত হয়েছেন, তা জানা না গেলেও ৮জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে মারা যায় ২ জন।
এ বিষয়ে স্থানীয় রেলওয়ের মুখপাত্র আইএ সিদ্দিকি জানিয়েছেন, ফুট ব্রিজের স্ল্যাবের একাংশে এদিন ভেঙে পড়ে। তাতে ৭-৮জন আহত হয়েছেন। তাঁদের কারোরই গুরুতর চোট লাগেনি বলেই চিকিত্সকরা জানিয়েছেন। ঘটনায় কেউ মারা যাননি। কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে। দোষীদের কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।