পরিকল্পনা মন্ত্রী এমএম মান্নান বলেছেন, আমাদের দেশের জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আল্লাহর দান। তিনি সাধারণ মানুষের জন্য তার মহান বাবার মতো কাজ করে যাচ্ছেন। আমরা তার সঙ্গে গত কয়েক বছর ধরে কাজ করে চিনতে পেরেছি তিনি সবসময় গ্রাম, গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও দিনমজুর মানুষের কথা চিন্তা করেন। তার সকল প্রকল্প আর পরিকল্পনায় খেয়াল রাখেন সেখানে নারী ও দারিদ্র মানুষের উপকারের কথা আছে কিনা। এমন চিন্তা নিয়েই শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।
বুধবার বিকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরও তিনি বলেন, তুমরা ছেলেরা মেয়েরা পরিশ্রম করতে হবে। পড়ালেখা করতে হবে। তার পর তোমরা দুনিয়াতে অন্য মানুষের সঙ্গে গর্ব করে মাথা উঁচু করে দাড়াতে পারবে। শিক্ষার্থীদের প্রতি এমন আবেদন করেন।
চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি এটিএম শোয়েব আহমদের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মুমিন মামুনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, ইউএনও নুসরাত জাহান, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা তজম্মুল আলী, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, ওসমানীনগর সার্কেল রফিকুল ইসলাম, বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন।