বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ মাসুদ খান, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মোঃ মাহবুবুল কবীর সিদ্দিকী।
উক্ত কর্মশালায় অংশগ্রহন করেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর মহাসচিব মোঃ শামছুল আলম, ‘ক্রাইম প্রতিদিন’ পত্রিকার সম্পাদক ও ‘অপরাধ মুক্ত বাংলাদেশ চাই (অমুবাচা)’ সংগঠনের চেয়ারম্যান লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ, তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন, কাফরুল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ‘ক্রাইম প্রতিদিন’ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইসমত দোহা, কাফরুল প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও ‘ক্রাইম প্রতিদিন’ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সালাউদ্দীন আহম্মেদ সহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের প্রায় ৫০ জন সাংবাদিক।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট মোঃ শাখওয়াত হোসেন।