মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুটিতে (ঢাকা মেট্রো হ ২৪-৪২৮৩) থাকা দুই নারী নিহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুই নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও তাদের ব্যবহৃত স্কুটিতে প্রেস লেখা স্টিকার দেখা গেছে। ঢামেকে নেবার পর একজনের অফিসের কার্ডে দেখা গেছে নাম দুলদানা আক্তার কচি। পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি সেলস অফিসার।
বনানী থানার ডিউটি অফিসার মো. ফজল ইসলাম জানান, মহাখালী সেতু ভবনের সামনে স্কুটার চালিয়ে যাওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় স্কুটিতে থাকা দুই নারী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে পথচারীরা দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। আমাদের পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত এখনও কিছুই জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, ওই দুই নারীকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। নিহতের নাম ঠিকানা এখনও জানতে পারিনি। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুটির সামনে সাংবাদিক লেখা ছিল বলে অনেকেই ঘটনাস্থল থেকে জানিয়েছেন।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------