দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এরপর দলের নেতাদের সঙ্গে নোয়াখালী-৪ আসনে চতুর্থ বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন একরামুল করিম চৌধুরী’র পক্ষে নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সামছুদ্দিন জেহান।
শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা।
এসময় সদর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুল মোমিন বি.এস.সি, মাওলা জিয়াউল হক লিটন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এড: আলতাফ হোসেন, নোয়াখালী পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গুলজার হোসেন জুয়েল,জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, জেলা পরিষের সদস্য সুজন, নোয়াখালী পৌরসভার ওয়ার্ড কমিশনার ফখরুল ইসলাম'সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।