যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ অনুযায়ী জেলা ক্রীড়া অফিস, নোয়াখালী কর্তৃক আয়োজিত সদর উপজেলায় কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
১৪ নভেম্বর নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদ বিন আখন্দ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।
নোয়াখালী জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় নলপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব লাভ করেন। প্রতিযোগিতায় মোট ০৮ টি স্কুল অংশগ্রহণ করে।