প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহাল সংক্রান্ত আদালতের রায় প্রত্যাহার ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার পৌনে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে হাইকোর্ট, মংস্য ভবন প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে জড়ো হয়েছে হাজার হাজার বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের এ অবস্থান কর্মসূচি আজ সন্ধ্যা পর্যন্ত চলবে।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা-মেধা মেধা’, আপোষ না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে-কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাই নাই’, ‘জেগেছে রে জেগেছে-ছাত্র সমাজ জেগেছে’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলসহ ৪টি দাবি তুলে ধরেন। এর আগে গতকাল বিকাল একই দাবিতে পদযাত্রা করেন প্রায় ৫ হাজার শিক্ষার্থী। পরে শাহবাগ মোড়ে এক ঘণ্টা অবস্থান করেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।