কোটা আন্দোলনে না যেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন আবাসিক হলে যাচ্ছেন ছাত্রলীগের নেতারা। কর্মীসভার নামে বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীদের কোটা আন্দোলনে না যেতে বলা হচ্ছে। যদিও ছাত্রলীগ দাবি করছে, তারাও কোটা আন্দোলনের পক্ষেই অবস্থান করছে।
শুক্রবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টায় ঢাবির বিজয় একাত্তর হলে কর্মী সভা করে ছাত্রলীগ। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
কর্মীসভায় বক্তৃতাকালে দুই নেতা কোটা আন্দোলনে ‘যাওয়ার প্রয়োজন নেই’ বলে জানান।
বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, সাংগঠনিক নির্দেশনা হলো— তোমরা কেউ কোটা আন্দোলনে যাবা না। তোমাদের জন্য সরকার ভাবছে। সরকার কোটা আন্দোলনের পক্ষে নয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, এই মুহূর্তে যে আন্দোলনটি চলছে সে আন্দোলন তো সরকারেরই পক্ষে, কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার। তাহলে তারা সরকারের পক্ষের সিদ্ধান্তে শাহবাগ দখল করে কি আদায় করতে চায়? ছাত্রলীগ তোমরা যারা করো তাদের কাছে সাংগঠনিক সিদ্ধান্ত হলো— তোমাদের এই কোটা আন্দোলনে যাওয়ার প্রয়োজন নেই।
তিনি বলেন, দেশের সুস্থ রাজনীতি নেই, একজন পানি ঘোলা করবে আরেকজন মাছ শিকার করবে। একটি দল সবসময় চায় দেশে অস্থিতিশীল রাজনীতি চলুক, মৌলবাদের উত্থান ঘটুক। চলমান আন্দোলনের নেতৃত্বে এরা আছে কিনা সেটা একটি ভাববার বিষয়। আমি চাই না শিক্ষার্থীরা এদের প্রতিহিংসার শিকার হোক, অপরাজনীতির বলি হোক।