জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নোয়াখালীতে সমাবেশ করেছে আওয়ামী লীগ।
বুধবার (৩১ জুলাই) বিকালে জেলা শহরের আবদুল মালেক উকিল প্রধান সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই সমাবেশে মানুষের ঢল নামে।
সমাবেশে জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ছায়েদুল হক ছাদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাহার ইশরাক সাবাব চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, নোয়াখালী জেলা জজ আদালতের পিপি এডভোকেট গোলজার আহমেদ জুয়েল, আওয়ামী লীগ নেতা এডভোকেট আলতাফ হোসেন,আওয়ামী লীগ নেতা মো. কামাল উদ্দিন, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক ইকরামুল হক বিপ্লব,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মনসুরুল হায়দার জিতু প্রমূখ।
সমাবেশে একরামুল করিম চৌধুরী এমপি বলেন, একাত্তরে যেভাবে জামায়াত এদেশে সাধারণ মানুষের ভিতরে গাফটি মেরে থেকে দেশে তান্ডব চালিয়েছে, ঠিক একইভাবে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ভর করে জ্বালাও-পোড়াও করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস’সহ সাধারণ মানুষের ওপর তান্ডব-লীলা চালিয়েছে জামায়াত-শিবির। দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত থাকায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের সভায় জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে আজকের এই সমাবেশ থেকে নোয়াখালীবাসীর পক্ষ থেকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে দ্রত এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের কাছে দাবিও জানান সাংসদ একরামুল করিম চৌধুরী।