নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত খামারী এবং বন্যা কবলিত ৩০০ স্থানীয় বাসিন্দাদের মাঝে ত্রান এবং গো-খাদ্য বিতরণ করে,বৈষম্য বিরোধী এলএফএ ঐক্য পরিষদ সমন্বয়কগণের ৭সদস্য বিশিষ্ট একটি দল, নিজেদের ১দিনের বেতন কর্তন বাবদ বন্যা কবলিত মানুষের কল্যাণে ফান্ডের মাধ্যমে এই কর্মসূচি পালন করে তারা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা "মির্জা ফরিদা আখতার ও সম্মানিত মহাপরিচালক ডাঃ মোঃ রেজাউল হক এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর এর নির্দেশনায় সকল "প্রাণিসম্পদ মাঠ সহকারীর" পক্ষ থেকে - এই কর্মসূচি পালন করা হয়।
উক্ত ত্রান বিতরণী কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন, নোয়াখালী সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌতম চন্দ্র দাস,
এরই পরিপ্রেক্ষিতে মাঠ পর্যায়ে প্রাণিসম্পদের উন্নয়ন এবং যেকোনো দূর্যোগে অবদান রাখার ক্ষেত্রে শ্বশরীরে নিজেদের অবস্থানের জানান দিয়ে যাচ্ছে প্রাণিসম্পদ মাঠ সহকারী গণ।