৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে খুব ভয়াবহতার মধ্যে দিয়ে দিন পার করছে নোয়াখালী জেলার, হাতিয়া উপজেলার, চানন্দী ইউনিয়নের শান্তিকামী জনগন। চরের এই নিষ্পাপ মানুষ গুলো যে কোন পটভূমি পরিবর্তনের স্বীকার হয়ে আসছে যুগ থেকে যুগান্তরে।
একদিকে মেঘনার করাল গ্রাসে কেড়ে নিচ্ছে তাদের বসতভিটা, অন্যদিকে রাজনীতি নামক হায়নাদের কবলে পড়ে সর্ব শান্ত হয়ে ভিটে মাটি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার লোক। আর এদের দেখ ভাল করার মত নেই কোন মানবতাবাদী নেতৃত্ব। প্রশাসনও নিরবতায়,আজও পর্যন্ত একটি বার সেনাবাহিনীর পদচিহ্ন পড়েনি এই ইউনিয়নের মাটিতে।আর এমন সুযোগকে কাজে লাগিয়ে হায়নারা লুটে নিচ্ছে জনগনের সম্পদ। নিন্মে চলমান সময়ে কিছু অনিয়মের বিবরন তুলে ধরার চেষ্টা করছি।এমনকি এর আড়ালে আরো হাজারো ঘটনা অদৃশ্য রয়ে যাবে তবুও জানতে হবে বাংলাদেশ।
চাঁদা দিতে হয়েছে যাদের হারুন মিয়া-২ লাখ সাইফুল মাঝি-৫০ হাজার স্বপন মাঝি-৭০ হাজার ওজু সর্দার-৪০ হাজার কবির সাদ্দাম-৯০ হাজার তারেক ছাত্র-৫ হাজার জহির ড্রাইভার কালাধুর ২০ হাজার, শামীম কালাধুর -৩০ হাজার, ইব্রাহীম কালাধুর-৮০ হাজার, আনাল হক মাঝি ভুমিহীন-৩ লাখ টাকার মতো। এছাড়াও ভাংচুর,লুটপাটের ঘটনায় শাহীন মেম্বারের বাড়ি লুট ক্ষতি ১২,০০,০০০ জাফর মাষ্টারের বাড়ি লুট ৪০,০০,০০০ মিলনের বাড়ি লুট- ৩,০০,০০০ নাজিম মেম্বার দোকান লুট ভাংচুর ২০,০০,০০০ আমিরুল ইসলাম শামীম বাড়ি লুট ৬,০০,০০০ মুজিবের ঘর লুট-৩,০০,০০০ শামীম কালাধুর গরু ৩টা-২,২০,০০০ সাবউদ্দিন গরু ৩ টা-২,৫০,০০০ বেলালের লালপুল দোকান লুট-৩,০০,০০০ ইরাকের গরু ৬টা-৭,০০,০০০ ধনু মাঝির ট্রলার লুট ৪,০০,০০০ আজহার চেয়ারম্যানের ট্রলার লুট-২,৫০,০০০আজহার চেয়ারম্যানের অফিস লুট ৮০,০০০ সাব উদ্দিন ব্যাপারীর ট্রলার লুট ৩,০০,০০০ মিলন মাষ্টারের ঘর লুট নগদ টাকা ৪,৫০,০০০(মানুষের ডিপোজিটের টাকা)কালো বেলালের গরু ও ঘরলুট ১,৫০,০০০ টাকা। কঠিন মারধরের স্বীকার জিয়াউল হক মাঝি,ভুমিহীন বাজার।ইরাক,আয়েশা আলী বাজার।আলী,টিনের ব্যারাক।মামুন,থানার হাট।হারুন মেম্বার, নলেরচর।মাহমুদুল হক,ভুমিহীন বাজার।ইব্রাহিম,ভুমিহীন বাজার। মিরাজ গরু ব্যাপারী,ভুমিহীন বাজার।রিয়াজ ব্যাবসায়ী,ভুমিহীন বাজার।আবদুল মালেক,সৈয়দপুর দোকান।সোহেল,ভূমিহীন বাজার। নিহাদ,ভূমিহীন বাজার।ফারুক,ভূমিহীন বাজার।মাসুম,ভূমিহীন বাজার।সামছু মাঝি,ভূমিহীন বাজার।জনি,ভূমিহীন বাজার।রুবেল ড্রাইভার, ভুমিহীন বাজার।জহির ড্রাইভার, কালাধুর। অপকর্মের নেতৃত্বে আছেন যে সব সন্ত্রাসীরা সোহেল, থানার হাট। শাহাজান সভাপতি,থানার হাট। জীবন,থানার হাট ।
মাহবুব,চর নাঙ্গলিয়া,ভুমিহীন বাজার।আলা উদ্দিন রাজধানী,চর নাঙ্গলিয়া,ভূমিহীন বাজার।পারভেজ,চর নাঙ্গলিয়া, ভূমিহীন বাজার।সারোয়ার, চর নাঙ্গলিয়া,ভূমিহীন বাজার।আলাউদ্দিন গফুর, চর নাঙ্গলিয়া,ভূমিহীন বাজার। বাদশা,চর নাঙ্গলিয়া, ভূমিহীন বাজার।মান্নান মাষ্টার,কালাধুর বাজার।আবুল হোসেন,কালাধুর বাজার।শাহাদাত,সাইফুল মার্কেট,কালাধুর।তৌহিদ, নাছিরপুর,কালাধুর।সেনাজ, সাইফুল মার্কেট,কালাধুর।ইলিয়াসতালুকদার ইসমাইল, চানন্দী বাজার।মোতালেব মাঝি,চানন্দী বাজার।সামছু, আয়েশা আলী বাজার।টমেটো বাহার,প্রকল্প বাজার।মন্নান,প্রকল্প বাজার।মামুন কম্পিউটার, প্রকল্প বাজার।খেবা জহির, চানন্দী বাজার।ছোট আশ্রাব, নলেরচর ভুমিহীন বাজার।ইয়াছিন,নলের চর ভুমিহীন বাজার।বোরহান সিকদার, দরবেশ বাজার।বেলাল উদ্দিন,দরবেশ বাজার।ফখরুল ইসলাম সেন্টু,দরবেশ বাজার।কামরু,আলআমিন বাজার।নুর উদ্দিন,আল-আমিন বাজার।মুখ না খোলার সার্থে কিছু নারী বলেন,নীরবে বহু নারী ধর্ষিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এহেন নির্মমতার হাত থেকে মুক্তি পেতে চায় এই অসহায় জনগন। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।