আগামী নির্বাচনে সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রথা নিমূল করতে হবে। সংসদের মেয়াদ পাঁচ বছর থেকে চার বছরে নিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শনিবার (২ নভেম্বর) বিকেলে নোয়াখালী শহরের হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণ অধিকার পরিষদ নোয়াখালীর উদ্যোগে এক গণসমাবেশে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুরু।
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। পুরোনোদের ব্যর্থতার জঞ্জাল অপসারণ করে নতুন নেতৃত্ব তৈরি করতে চাই। নতুনদের রাজনীতিতে আগমনের কোনও বিকল্প নেই। দেশ সংস্কার করতে যতটুকু সময় দরকার তা অন্তর্র্বতীকালীন সরকারকে দেওয়া হবে। দখলদার চাদাবাজকে দেখতে চাই না, নতুনদের দেখতে চাই। যেন লুটেরা ক্ষমতায় আবার আসতে না পারে।
নুরু বলেন, ২৪ এর আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ এসেছে সে বাংলাদেশের সুযোগ কাজে লাগিয়ে আগামী বাংলাদেশ নির্মাণ করতে হবে। নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখানে কোনো ধরনের হিংসা প্রতিহিংসা থাকবে না। আগামীর বাংলাদেশ তৈরি করতে জনগণের ক্ষমতা তৈরি করতে হবে। সাধারণ মানুষদের নেতা তৈরি করতে হবে।
সমাবেশে নুরুল হক নুরু বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় বিদ্যুৎ জ্বালানির কাছে জানতে চাওয়া হবে। একইসঙ্গে প্রোগ্রাম চলাকালে যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে। অবিলম্বে বিদ্যুৎ বিভাগের নির্বাহীকে জবাব দিতে হবে।
গণ সমাবেশে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুজাহের, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণঅধিকার পরিষদের নোয়াখালী জেলা সভাপতি সহ বিভিন্ন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নোয়াখালীর অভিশাপ হলো ওবায়দুল কাদের। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের মিলে সাধারণ মানুষকে হত্যা করেছে। তাদের ক্ষমা করা যায় না। আমরা ভুলে যায়নি কীভাবে সাধারণ ছাত্রদের হত্যা করা হয়েছে। সে হত্যাকাণ্ডের প্রতিটি বুলেটের বিচার করা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না।
সরকার প্রসঙ্গে বলেন, এ সরকারকে সহযোগিতার করতে হবে। এ সরকার আমাদের সরকার। এ সরকারের মাধ্যমে রাষ্ট্র সংষ্কার করতে হবে। তাই জাতীয় ঐক্যের দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি।