নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা কৃষকদলের সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শহর মাইজদী শহীদ মিনার সামনে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।
র্যালিতে কৃষকদলের নেতাকর্মীরা নানা রঙের ব্যানার, ফেস্টুন, কৃষাণ-কৃষাণী সেজে একটি র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা কৃষকদলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহী পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি ভাইস-চেয়ারম্যান মোঃ শাহজাহান, বিশেষ অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আব্দুল্যাহ আল বাকী, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি,সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম, সঞ্চালনায় ছিলেন নোয়াখালী জেলা কৃষকদলের জিএস আবদুজ্জাহের হারুন।
এ সময় বক্তব্যা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত প্রণোদনা দেওয়ার দাবী জানান। তারা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পুরো দেশের কৃষকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হবে। যাতে কৃষক সহজ শর্তে বীজ, সার ও কীটনাশক ব্যবহার করতে পারে। একই সাথে যেন সাধারণ ভোক্তারা কৃষি পন্য সহজে এবং কম মূল্যে পায় সে ব্যবস্থা করবে বিএনপি।