বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, কাফরুল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ বলেছেন, বিএনপি নির্যাতিত সাংবাদিকদের পাশে বিগত দিনেও ছিল, ভবিষ্যতেও থাকবে।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ইকরা রেস্টুরেন্টে কাফরুল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিয়ম সভায় এই কথা বলেন তিনি।
আবুল কালাম আজাদ আরো বলেন, স্বৈরাচার সরকারের আমলে অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছে, যেহুতু আমিও একজন সাংবাদিক সুতরাং আমি তাদের নির্যাতন কাছ থেকে দেখেছি। আমি আপনাদের আশ্বস্ত করছি বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিক নির্যাতন বন্ধ হবে। সংবাদ পত্রের স্বাধীনতা ফিরে আসবে। গনতন্ত্র ফিরবে। মুক্ত হবে সাংবাদিকতার শিকল।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলেই নিরাপদ দেশ গড়া সম্ভব, সাংবাদিক নির্যাতন রোধ করা সম্ভব। সুতরাং আপনাদের উচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগণের সামনে তুলে ধরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাফরুল প্রেসক্লাবের সভাপতি লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ, সহ-সভাপতি: মোঃ হাসান আহমেদ, সহ-সভাপতি: মোঃ শরীফ হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক: মোঃ সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক: মোঃ লিটন খাঁন, সহ সাংগঠনিক সম্পাদক: মোঃ তৌফিকুর রহমান শাহিন, দপ্তর সম্পাদক: মোঃ ইসমত দ্দোহা, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোঃ সালাউদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক: মোঃ সালাহ্উদ্দিন আহমেদ সবুজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক: খন্দকার মোঃ তারেক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: মোঃ কামাল হোসেন, সদস্য: মোঃ হাবিবুর রহমান হাবিব।